বাংলালিংক বন্ধ ও নতুন সিমে ৯ টাকায় ২GB ইন্টারনেট - Telemela

বাংলালিংক বন্ধ ও নতুন সিমে ৯ টাকায় ২GB ইন্টারনেট

Bangladeshi largest telecom portal for mobile phone offers, internet package, call rates, news, android apps, exam result and more...'

বাংলালিংক (banglalink) নতুন এবং বন্ধ প্রিপেইড সংযোগে ১৯ টাকা রিচার্জ করে পাচ্ছেন ২জিবি 3G ইন্টারনেট মাত্র ৯ টাকায়। এছাড়াও কথা বলুন যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য নাম্বারে ৬০ পয়সা/মিনিট কলরেট, দিন-রাত ২৪ ঘণ্টা।
প্রথমে, আপনার সিমটি বন্ধ সিমের আওতায় কিনা জানতে মেসেজে গিয়ে 019XXXXXXXX লিখে 4343 তে পাঠিয়ে দিন

অফার বন্ধ


২ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকা যেভাবে কিনতে হবে:

• নতুন অথবা বন্ধ প্রিপেইড সংযোগের গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জ করে স্পেশাল ট্যারিফের মেয়াদ থাকাকালীন সময়ে একাধিকবার ৯ টাকায় ২এই ইন্টারনেট ক্রয় করতে পারবেন
• ৯ টাকায় ২ জিবি কিনতে ডায়াল করুন *১৩২*৩১#
• ১ জিবি ইন্টারনেট এবং ১ জিবি ফেসবুক ডাটা পাবেন।
• ১ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২ টা – দুুপুর ২ টা
• ১ জিবি ফেসবুক ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা
• ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫০১#

১৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার

• বন্ধ কিংবা নতুন সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই এই অফার পাবেন।
• উপভোগ করুন ২৫ পয়সা মিনিট যেকোনো বাংলালিংক নাম্বারে (২৪ ঘণ্টা)
• ৬০ পয়সা মিনিট যেকোনো নাম্বারে (২৪ ঘণ্টা)
• ১ সেকেন্ড পালস রয়েছে
• যারা ১০ সেপ্টেম্বর এর পরে এক্টিভ হয়েছেন, তারাই পাবেন।
• যদি কোনো গ্রাহক ২৫ আগস্ট এর পরে এক্টিভ হয়ে ১৯ টাকা রিচার্জ করেন নি, তারা ১০ সেপ্টেম্বর এর পরে ১৯ টাকা রিচার্জ করলেই অফার পাবেন।
• বাংলালিংকের সকল প্রিপেইড, কল এবং কনট্রোল গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন (আইটপ আপ ছাড়া)

অন্যান্য শর্ত সমূহঃ

• ১৫% ভ্যাট এবং ৩% শুল্ক চার্জ প্রযোজ্য
Comments have been disabled.