বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে কিনা পদ্ধতি জেনে নিন - Telemela

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে কিনা পদ্ধতি জেনে নিন

Bangladeshi largest telecom portal for mobile phone offers, internet package, call rates, news, android apps, exam result and more...'

বায়োমেট্রিক পদ্ধতিতে অাপনার সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা যাচাই করার পদ্ধতি জেনে নিন। 

১) গ্রামীণফোন গ্রাহকরা Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন।
২) বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।
৩) রবির গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।
৪) এয়ারটেল গ্রাহকরা *121*444# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।

সব গুলোতেই ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন। সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন।
Comments have been disabled.