রবি মিসড কল এলার্ট সেবা সম্পূর্ণ ফ্রি! - Telemela

রবি মিসড কল এলার্ট সেবা সম্পূর্ণ ফ্রি!

Bangladeshi largest telecom portal for mobile phone offers, internet package, call rates, news, android apps, exam result and more...'

রবি মিসড কল এলার্ট সেবা, আপনাকে করা সকল কল যা আপনার মোবাইল অনধিগম্য/নেটওয়ার্কের বাইরে/হ্যান্ডসেট বন্ধ/ব্যাটারি শেষ/ফোন ব্যস্ত অথবা না ধরার কারণে মিস হয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে জানিয়ে দেবে। আপনি যখনই আপনার মোবাইল ফোন চালু করবেন, তখনি আপনাকে আপনার মিসড কলগুলো এসএমএস এর মাধ্যমে জানানো হবে। মিসড কল এলার্ট এসএমএস সেবায় যে কল করেছে তার নম্বর, কল করার সময় ও তারিখ সম্পর্কিত তথ্য থাকবে।
উন্নত অভিজ্ঞতার জন্য সকল রবি ব্যবহারকারী সম্পূর্ণ ফ্রিতে এই সেবাটি উপভোগ করতে পারবেন। ফ্রি এই সেবাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলতে থাকবে।
রবি মিসড কল এলার্ট সেবা সম্পূর্ণ ফ্রি!

সেবাটি চালু ও বন্ধ করার পদ্ধতি

  চালু করার জন্য: 
এসএমএস: -
১ম ধাপ: আপনার মোবাইলের মেসেজ অপশনে যান
২য় ধাপ: টাইপ করুন REG অথবা ON
৩য় ধাপ: এসএমএসটি পাঠিয়ে দিন ৮২৭২ নম্বরে
আইভিআর: ৮২৭২ ডায়াল করুন এবং নির্দেশনা মেনে চলুন।

বন্ধ করার জন্য:
এসএমএস:-
১ম ধাপ: আপনার মোবাইলের মেসেজ অপশনে যান
২য় ধাপ: টাইপ করুন OFF
৩য় ধাপ: এসএমএসটি পাঠিয়ে দিন ৮২৭২ নম্বরে
আইভিআর: ৮২৭২ ডায়াল করুন এবং নির্দেশনা মেনে চলুন।

আইভিআর এর অনন্য বৈশিষ্ট্য

i. নোটিফাই মি মোড
ii. এডিট হোয়াইট লিস্ট
iii. এডিট ব্ল্যাক লিস্ট
iv. ডাইভার্ট নম্বর অপারেশান
v. সেট পার্সোনাল সেটিংস্‌

ট্যারিফ :

পার্টিকুলারবর্তমান ট্যারিফনতুন ট্যারিফ
সাবস্ক্রিপশন ফি২ টাকা + সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট / সপ্তাহফ্রি
এসএমএস ফিফ্রিফ্রি
আইভিআর ফি২ টাকা + সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট / মিনিট (০.৩৩৩৩ + সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট / ১০ সেকেন্ড)পূর্ববর্তী ট্যারিফের হিসাবে একই

বিশেষ নোট

- বর্তমানে যারা মিসড কল এলার্ট সেবায় যুক্ত তারা এমনিতেই এই ফ্রি সেবা উপভোগ করবেন। 
- নতুন ব্যবহারকারীকে এই ফ্রি সেবা উপভোগ করার জন্য প্রথমে সেবাটি চালু করে নিতে হবে। 
- রেজিস্টার্ড ব্যবহারকারী যেকোনো সময় উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে সেবাটি থেকে বের হয়ে আসতে পারবেন।
- অফারটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলতে থাকবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

- রবি মিসড কল এলার্ট সেবায় সাবস্ক্রাইবড থাকাকালীন সময়ে, যদি কোন সাবস্ক্রাইবার কল ফরওয়ার্ড/ডাইভার্ট অপশনটি বন্ধ করেন বা অপশনটির নম্বর (৮২৭২) পরিবর্তন করেন, তবে তাকে সেবাটিতে আবার ফিরে যেতে নিজের হ্যান্ডসেট সেটিংস্‌ থেকে পুনরায় সেবাটি চালু করতে হবে।
  - রবি মিসড কল এলার্ট সেবায় সাবস্ক্রাইবড থাকাকালীন সময়ে, হ্যান্ডসেট অনুসারে, আউটগোইং কলের ক্ষেত্রে মোবাইল স্ক্রীনে ভিন্ন কল ফরওয়ার্ড/ডাইভার্ট নোটিফিকেশন দেখাতে পারে। এটি একটি সাধারণ নোটিফিকেশন। আপনার অতিরিক্ত কিছুই করা লাগবে না এবং অনুগ্রহ করে আপনার হ্যান্ডসেটের কল ফরওয়ার্ড/ডাইভার্ট সেটিংস্‌ পরিবর্তন করবেন না।
Comments have been disabled.