ঘরে বসেই বাংলালিংক সিমের তথ্য হালনাগাদ করবেন যেভাবে - Telemela

ঘরে বসেই বাংলালিংক সিমের তথ্য হালনাগাদ করবেন যেভাবে

Bangladeshi largest telecom portal for mobile phone offers, internet package, call rates, news, android apps, exam result and more...'

বাংলাদেশে এই মুহুর্তে প্রায় ১৩ কোটি মোবাইল সিম ব্যবহারকারী রয়েছেন। সরকার এই মুহুর্তে মোবাইল সিম রেজিস্ট্রেশনের উপর গুরুত্ব দিয়েছে।

সরকারের তরফ থেকে বলা হচ্ছে খুব দ্রুতই প্রতিটি গ্রাহক নিজ থেকেই যেন তাদের সিম পুনরায় রেজিস্ট্রেশন করে। তবে চিন্তার কিছু নেই এখন ঘরে বসে নিজেই নিজের মোবাইলের সিম  বিনামূল্যে হালনাগাদ করতে পারেন। প্রাথমিক অবস্থায় শুধু বাংলালিংকের গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

আসুন জেনে নেই "ঘরে বসেই বাংলালিংক সিমের তথ্য হালনাগাদ করবেন যেভাবে"

১ম ধাপঃ তথ্য হাল নাগাদের জন্য আবেদন করতে প্রথমে http://bit.ly/BanglalinkSimInformationUpdate এই ঠিকানায় গিয়ে নিচে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন এবং নির্দেশনা অনুসরন করুন। কর্পোরেট ও এসএমই গ্রাহকদের জন্য নতুন করে তথ্য হাল নাগাদের প্রয়োজন নেই। ১ম ধাপ ছবিতে দেখুন
২য় ধাপঃ এখন আপনার মোবাইলেরে মেসেজে ৪ ডিজিটের একটি iToken কোড আসবে, ওই কোডটি সাদা বক্সে বসিয়ে Next এ ক্লিক করতে হবে। ২য় ধাপ ছবিতে দেখুন
৩য় ধাপঃ এখন আপনার নাম, জন্মতারিখ, একটি ছবি, ভোটার আইডি কার্ড অথবা যে কোন আইডি কার্ডের দুটি পার্ট সংযুক্ত করতে হবে। এছাড়া আপনার আরও কিছু তথ্য চাওয়া হবে। প্রযোজ্য ক্ষেত্রে তথ্য দিয়ে Next এ ক্লিক করতে হবে। ৩য় ধাপ ছবিতে দেখুন


সর্বশেষ আপনার সিমের তথ্য হালনাগাদ চূড়ান্ত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।


Comments have been disabled.