ইসলামিক ফাউন্ডেশন রমজান মাসের সেহরি ও ইফতারি সময়সূচি ২০১৮ প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশন এর দেওয়া তথ্য অনুসারে ঢাকা সহ ৬৪ জেলায় সাওয়াম পালিত হবে । পবিত্র রমযান ১৪৩৯ হিজরী ১৪২৫ বঙ্গাব্দ, ২০১৮ খ্রিষ্টাব্দ এর সেহেরি ও ইফতারির সময়সূচি নিচে দেওয়া হল । আপনি অতি সহজে ছবি ও পিডিএফ আকারে সাহরী ও ইফতারের সময়সূচী ডাওনলোড করতে পারবেন ।


Ramadan Calendar Sehri and Iftar Timing: Download
উচ্চারণঃ নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থঃ হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর সেহরি ও ইফতারের সময়সূচী:
রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। ইসলামের পাঁচ স্তম্ভ: কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। রমজান হচ্ছে আরবি ক্যালেন্ডারের ৯ম ক্যালেন্ডার মাস, যে মাসে মুসলমানদের রোযা মাস বা রোজা মাসে রোজা রাখে থাকে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম, ঢাকা-১০০০ এ অবস্থিত । ইসলামিক ফাউন্ডেশন নিম্ন লিখিত নিয়মে সকল জেলার সেহরি ও ইফতারের সময়সূচী ২০১৮ প্রদান করেছে ।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম, ঢাকা-১০০০ এ অবস্থিত । ইসলামিক ফাউন্ডেশন নিম্ন লিখিত নিয়মে সকল জেলার সেহরি ও ইফতারের সময়সূচী ২০১৮ প্রদান করেছে ।
ঢাকা জেলার পবিত্র মাহে রমজান ১৪৩৯ সেহরি ও ইফতারের সময়সূচি ২০১৮

সকল জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2018
স্থান ভেদে সেহরি ও ইফতারের সময় ভিন্ন ভিন্ন । স্থান ভেদে সময় সূচীর পার্থক্য নিম্নরুপ:
Ramadan Calendar Sehri and Iftar Timing: Download
রোজার নিয়ত :
نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليمউচ্চারণঃ নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থঃ হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়াঃ
اللهم لك صمت و على رزقك افطرت
উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
অর্থঃহে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।